আন্তর্জাতিক ক্লাব ফুটবলের বিরতি শেষে আজ শনিবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবলের লড়াই। ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষে থাকা প্যারিস সেন্ট জার্মেই যাবে আজ ডিজোন সফরে। এই সফরে দলের সঙ্গে যাচ্ছেন না এডিনসন কাভানি, থিয়াগো সিলভা, মার্কো ভেরাত্তি, লায়ভিন কুরযাওয়া এবং থিয়াগো মোত্তাও।
মূলত দলের কোচ উনাই এমেরির সিদ্ধান্তেই তাদেরকে কিছুটা বিশ্রামের সময় দেওয়া হয়েছে। কাভানি অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার সময় হাটুতে সামান্য আঘাতও পেয়েছিলেন। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা জাতীয় দলের দায়িত্ব পালনের সময় মারাত্মক চোট পেয়েছিলেন।
আক্রমণভাগে পিএসজির গুরুত্বপূর্ণ সদস্য কাভানির অনুপস্থিতিতে মূল ভরসা আজ নেইমার। ব্রাজিলিয়ান তারকার সাথে থাকবেন কিলিয়ান এমবাপ্পেও। ফরাসি তারকাকে আজ মাঝমাঠও সামলাতে হবে।
ডিজোনের বিপক্ষে পিএসজির ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সনি ইএসপিএন এইচডি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। মৌসুমের প্রথম আট ম্যাচ থেকে সাত জয় ও এক ড্রয়ের সৌজন্যে উড়তে থাকা পিএসজির সংগ্রহে ২২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলেও দুইয়ে থাকা মোনাকোর দখলে ১৯ পয়েন্ট। আর প্রতিপক্ষ ডিজোনের অবস্থান লিগ টেবিলের শেষের দিক থেকে চতুর্থ। আট ম্যাচ খেলে একটিতে মাত্র জয় পেয়েছে তারা। তিন ড্র আর বাকি চারটিতে হারায় পয়েন্ট সংগ্রহ মাত্র ছয়।