বরিশাল ১১নং ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবামূলক সামাজিক সংগঠন হেল্পিং হ্যান্ডস্ (Helping Hands) এর সদস্যদের ৩য় আলোচনা সভা ১৩ই অক্টোবর রোজ শুক্রবার সন্ধ্যা ৭টায় Helping Hands,Barisalএর অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মিজান মুরাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডস্ এর সাধারণ সম্পাদক জনাব সাজন তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাকিব খন্দকার, সাংগঠনিক সম্পাদক জনাব ফয়সাল সরদার।সভা পরিচালনা করেন জনাব ফয়সাল দেওয়ান।
উক্ত সভায় কিভাবে হেল্পিং হ্যান্ডস্ এর সেবার পরিধি বাড়ানো যায় এবং কিভাবে সবাইকে বিনামূল্যে রক্তদানে উৎসাহী করা যায় এ নিয়ে আলোচনা করা হয়।সভায় সদস্যদের সম্মতিক্রমে জনাব মাহফুজ রহমানকে সহ সাংগঠনিক সম্পাদক ও জনাব আরাফাত সিকদারকে প্রচার সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।এছাড়াও প্রতি মাসে বিনামূল্যে হেল্পিং হ্যান্ডস্ , বরিশাল এর অস্থায়ী কার্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।উল্লেখ্য হেল্পিং হ্যান্ডস্ ২০১৭সালের মে মাসে ১১নং ওয়ার্ড’এ স্বেচ্ছাসেবা প্রদান ও বিনামূল্যে রক্তদাতা সংগ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যার অস্থায়ী কার্যালয় :জান্নাত মেডিকেল হল,বি.আই.পি গেট, বরিশাল।