কবিঃআর.এম।।
কেউ মজা পেয়েছে টাকা দিয়ে
কেউবা আবার খুঁচিয়ে,
কেউবা দিত দুমুঠো ভাত
কেউবা মজা পেত নাচিয়ে।
তোমায় নিয়ে মজা করত
মানুষ নানা রসে,
কেউ কখন বুঝতে চাইনি
তোমার মজা কিসে?
চলে গেছো তুমি পৃথিবী ছেড়ে
এখন দপদপিয়া শুন্য,
আগে কারো কষ্ট হয়নি কিন্তু
এখন সবাই কাঁদে তোমার জন্য।
(Visited ১২ times, ১ visits today)