নলছিটি প্রতিনিধিঃ
নলছিটি থানার ওসি তদন্ত আব্দুল হালিম তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৭ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটের সময় এস, আই ফিরোজ আহম্মেদ ও সংগীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলার বীরনারায়ন উচু ব্রিজের সংলগ্ন এলাকা থেকে ২০ গ্রাম গাজাসহ দুই সেবনকারী ও ব্যবসায়ীকে আটক করেন । থানাসূত্রে জানা যায় আটককৃত ঐ দুই যুবক বাকেরগজ্ঞ থানার চরাদি গ্রামের আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৪)ও ছাগলদি গ্রামের মৃতঃ মৌজে আলী খানের ছেলে মনির খান(২৫) । এ ব্যপারে আটককৃত রুবেল হাওলাদার ও মনির খানের বিরুদ্ধে এস আই ফিরোজ আহম্মেদ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন, মামলা নং ০৩ তারিখ-০৭/১০/১৭ইং ।
(Visited ২৯ times, ১ visits today)