শুক্রবার , ৬ অক্টোবর ২০১৭ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ওয়ানডে দলে ফিরলেন নাসির,মুমিনুল, নতুন মুখ সাইফউদ্দিন

প্রতিবেদক
alltimeBDnews24
অক্টোবর ৬, ২০১৭ ১২:৫৬ পূর্বাহ্ণ

মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের  ১৬  সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন ২৫ বছর বয়সী নাসির। প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় দ. আফ্রিকার সফরের টেস্ট দল থেকে বাদ পড়েন পরীক্ষিত এ ব্যাটিং অলরাউন্ডার। তবে ওয়ানডেতে তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। নাসির সবশেষ একদিনের ম্যাচ খেলেছেন গত মে মাসে ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে।

Image result for nasir & mominul pic

টেস্ট থেকে সাময়িক বিশ্রাম নেওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে সাকিব আল হাসানকে মিস করছে টিম বাংলাদেশ। ওয়ানডে সিরিজ দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে নাসির ছাড়াও প্রায় দু’বছর পর ওডিআই স্কোয়াডে ফিরেছেন টেস্ট দলে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। নতুন মুখ দু’টি টি-টোয়েন্টি খেলা ২০ বছর বয়সী পেসার মোহাম্মদ সাইফুদ্দিন।

দীর্ঘ বিরতির পর সীমিত ওভারের ক্রিকেটে ফিরছেন ‘টেস্ট স্পেশালিস্ট’ তকমা পেয়ে যাওয়া মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে তাকে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

বৃস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে মুমিনুলের নাম ছিল না। নতুন করে একজন যুক্ত করায় ওডিআই সিরিজের স্কোয়াড এখন ১৬ সদস্যের।

আগামী ১৫ অক্টোবর (রোববার) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। পরের দু’টি যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে (২৬ ও ২৯ অক্টোবর) মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার দাস,মুমিনুল হক,নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি