বরিশালের উজিরপুরের হারতার কচা নদীতে লক্ষ্মী পূজা উপলক্ষে ব্যাপক আয়াজনে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার হারতা সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ৯টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে মাদারীপুরের বিকাশ বাইনের দল, ২য় স্থান একই জেলার সুকুমার বাইনের দল এবং ৩য় স্থান বিজয়ী হয় স্বরূপকাঠীর উজ্জল তালুকদারের দল।
নৌকাবাইচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
বাইচ কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুখ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, শেরে বাংলার দৌহিত্র ফায়াজুল হক রাজু, উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা, ইসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ছানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিন্টু লাল মজুমদার।
নৌকাবাইচ উপভোগ করতে বিভিন্ন জেলা থেকে নানা শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ লঞ্চ, কার্গো, টলারে বাদ্যযন্ত্র নিয়ে নানা রঙ্গের সাজে সজ্জিত হয়ে নদীর দুই পাড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন।