রিপোর্ট : শামীম হোসেন জয়।।
নলছিটি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্বকাঠী ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান মরহুম কাজী ওবায়েদ হোসেনের ১ লা অক্টোবর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিদ্বকাঠী ইউনিয়নের চন্দ্রকান্দা হাইস্কুল অডিটোরিয়ামে সিদ্বকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ও মরহুম কাজী ওবায়েদ হোসেনের সহধর্মিণী কাজী জেসমিন ওবায়েদের সভাপতিত্বে এক শোকসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় কাজী ওবায়েদ হোসেনের কর্মময় জীবনের উপর আলোচকরা মুল্যবান আলোচনা করেন। উক্ত দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মুজিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র মন্ডল।উপজেলা যুবলীগ নেতা মামুন তালুকদার‚শহীদ গাজী। উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান সম্পাদক রিপন হাওলাদার্।ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস খান। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খান সাইফুল ইসলাম টিপু। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মিথুন। ছাত্রলীগ নেতা শাকিল বেপারী ‚উজ্জ্বল হোসেন‚কিরন হাওলাদার ‚মাসুদ পারভেজ‚বাপ্পি জোমাদ্দার প্রমুখ। এছাড়া ও ইউনিয়ন আওয়ামীলীগ‚যুবলীগ‚ছাত্রলীগ এবং ইউনিয়ন পরিষদের সদস্য বর্গ সভায় উপস্থিত ছিলেন।