শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চীন-রাশিয়ার ভূমিকা দুঃখজনক: কাদের

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১২:০৭ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়ার ভূমিকা দুঃখজনক বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চীন ও রাশিয়া বৃহৎ শক্তি। তারাও আমাদের বন্ধু দেশ। মানবিক সংকটে তারা যথাযত ভূমিকা পালন করবে। এটাই আমরা আশা করি। তবে রোহিঙ্গা সংকট নিয়ে কোনো দ্বিচারিতা সহ্য করা হবে না।

তিনি বলেন, মানবিক সাহায্য যারা করতে চান করবেন কিন্তু নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বর্বর গণহত্যাকে সমর্থন করা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। আমি আশা করি, এটাই তাদের শেষ পদক্ষেপ নয়। চীন ও রাশিয়া এ মানবিক সংকটে, মর্মান্তিক পরিস্থিতিতে মানবতার, সত্য, ন্যায় ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নেবে। দ্বিচারিতা আমরা আশা করি না। একদিকে সাহায্য অন্যদিকে অত্যাচারী ঘাতকদের সমর্থন এবং নিপীড়িতদের মানবিক সাহায্য দ্বিচারিতা। তা সমর্থনযোগ্য নয়।

শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উৎসবে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে সাহায্য পাঠিয়ে নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা নির্যাতনকে সমর্থন দেয়া চীনের দ্বিচারিতা। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ মানবিক সংকটে আমাদের সাহায্যের অভাব নেই।

তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারাও আমাদের সাত হাজার টন ত্রাণ সাহায্য দিয়েছে, যার প্রথম চালান আমি নিজেই গ্রহণ করেছি। সাহায্য আমরা পাচ্ছি, আমাদের দেশের ভেতর থেকেও এত সাহায্য আসছে যে এখনও আমাদের সরকারি ত্রাণ ব্যবহারের প্রয়োজন হয়নি। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনা সম্পর্কে আমরা জানতে পারছি যে, চীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে।  কিন্তু আমাদের কথা হচ্ছে, একদিকে মানবিক সাহায্য অন্যদিকে রোহিঙ্গা নির্যাতনকেও সমর্থন করা দ্বিচারিতা। আমি আশা করব, বৃহৎ শক্তি এই দ্বিচারিতা থেকে সরে আসবে।

অনুষ্ঠানে অন্যদের মাঝে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, মেরিনা জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিএল চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বিসিসি কাউন্সিলর মজিবর রহমানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আধুনিক বরিশালের রূপকার শওকত হোসেন হিরন’র ৭ম মৃত্যুবাষির্কী আজ

বরিশালে মুক্তিযোদ্ধার মৃত্যুর সংবাদ শুনে বাসভবনে ছুটে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী

ব্রাজিলের ইতিহাসের সেরা হতে যাচ্ছেন নেইমার!!

বিশিষ্ট নাগরিকের তালিকা থেকে বাদ মেজর রশিদ

‌‘মানুষের পাশে দাঁড়ান, তাদের আস্থা অর্জন করুন’-শেখ হাসিনা

বরিশাল রেল নেটওয়ার্কের আওতায় আসছে

ইরানে সামরিক পদক্ষেপের আশঙ্কা রয়েছে : ট্রাম্প

ভোলায় ইয়াবা ট্যাবলেটসহ ০৩ ব্যবসায়ী আটক

‘আমি বরিশালে যেতে চাই, আমার বাবার বাড়ি বরিশাল, কতক্ষণ লাগে যেতে?’