কবিঃ শামীম হোসেন জয় ।।
কেন রাজনীতিতে অস্র লাগে
ধর্মে লাগে যুদ্ধ ?
ধর্ম যদি শান্তি না দেয়
সেও কি বল শুদ্ধ? :
জীব মারিলে মহাপাপ হয়
মানুষ কি হয় জড় ?
বাইরে কেন আপন খুঁজিস
ঘরের লোক কি পর ?
তোরটা যদি সর্ব সঠিক তবে কি
ভুল বলেছে বুদ্ধ ? :
সমাজ, ধর্ম, সংবিধান হয়
মানব জাতির কল্যাণে ,
সেটাই যদি গলার কাঁটা
নিয়ে আসে বল প্রয়জনে ?
কেন অধিকার থেকে বঞ্চিত হই
কেন মানবতা অবরুদ্ধ?
(Visited ৩৮ times, ১ visits today)