রিপোর্ট : শামীম হোসেন জয়।।
নলছিটির মালিপুর খালে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম । গতকাল বুধবার সকাল দশ ঘটিকার দিকে নির্বাহী কর্মকর্তা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মালিপুর এলাকার খালে কয়েকটি নৌকা বোঝাই কারেন্ট জালের স্তুুপ দেখতে পান এবং কারেন্ট জালগুলো দ্রুত জব্দ করেন ।তবে জালের সাথে কোনো ব্যাক্তিকে আটক করা যায়নি ।পরে জব্দকৃত জালগুলোকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনারকে ধ্বংস করার জন্য বুঝিয়ে দেন ।জব্দকৃত জালের পরিমান প্রায় ২১ হাজার মিটার বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার । পরে মৎস্য কর্মকর্তা জালগুলো উপজেলা চত্বরে জন সম্মুখে পুড়িয়ে ফেলেন । উল্লেখ্য আগামী ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা , বিক্রয় ও পরিবহন সম্পুর্ন নিষিদ্ধ ।