বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পেনাল্টি কিক নিয়ে সমঝোতায় নেইমার-কাভানি!

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১২:২৮ পূর্বাহ্ণ

অবশেষে পেনাল্টি কিক নেয়া নিয়ে সমঝোতায় এলেন নেইমার ও এডিনসন কাভানি। ভাগাভাগি করে পেনাল্টি কিক নেবেন তারা। অর্থাৎ কোনো ম্যাচে নেইমার একবার পেনাল্টি কিক নিলে, পরেরবার নেবেন কাভানি। ইঙ্গিত দিলেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) কোচ উনাই এমেরি।

বুধবার নিজ মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন।

এ ম্যাচে পেনাল্টি পেলে ফরাসি ক্লাবটির হয়ে তা কে নেবেন? এমন প্রশ্নের জবাবে এমেরি বলেন, নেইমার-কাভানিকে বলা হয়েছে; পালাক্রমে স্পট কিক নেবেন তারা। একবার একজন নিলে, পরেরবার আরেকজনকে নিতে দেয়ার ধারণা দেয়া হয়েছে।

তিনি বলেন, দলের অনেক খেলোয়াড়ের স্পট কিক নেয়ার যোগ্যতা আছে। অনেকেই তা নিতে চায়। তবে পেনাল্টি কিক নেবে নেইমার-কাভানিই। সামনে প্রচুর পেনাল্টি পাবে দল। তারা দু’জনেই তা নেবে। এরই মধ্যে দু’জনের সঙ্গে কথা বলেছি। যেকোনো কিক কিভাবে নিলে ভালো হয়, তা তাদের বলেছি।

ফরাসি লিগ ওয়ানে গেলো সপ্তাহে লিওঁর বিপক্ষে ফ্রি কিক-পেনাল্টি কিক নেয়া নিয়ে অপ্রীতিকর দৃশ্যের জন্ম দেন পিএসজির দুই স্ট্রাইকার নেইমার-কাভানি। সেই দ্বন্দ্বের জেরে নাকি তারা এখনো কেউ কারো মুখ দেখছেন না।

অবশ্য ঘটনার পর থেকেই এমেরি বলে আসছেন, দু’জনের মধ্যে সমস্যা মিটে গেছে। তারা স্বাচ্ছন্দে অনুশীলন করছেন। সংবাদ সম্মেলনেও তা ফের অবহিত করলেন।

কিন্তু জানা যায়, তখন থেকেই ভেতরে ভেতরে রাগে, ক্ষোভে গোঙরাচ্ছেন নেইমার। যার ফলশ্রুতিতে পায়ে চোটের অযুহাতে গেলো শনিবার মঁপেলিয়ের বিপক্ষে খেলেননি তিনি। ওই ম্যাচে গোলশূন্য ড্র করে পিএসজি। যা পয়েন্ট টেবিলে শীর্ষস্থানীয় দলটির ৭ ম্যাচের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল।

তবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার খেলছেন বলে নিশ্চিত করেছেন পিএসজি কোচ।

(Visited ২১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি