মার্কিন বিমান বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রব গিভেন্স বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাধলে প্রতিদিন দক্ষিণ কোরিয়ার ২০ হাজার মানুষ নিহত হবে। লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এ আশংকা ব্যক্ত করেন তিনি।
উত্তর কোরিয়ার দুই কোটি ৮০ লাখ অধিবাসীর মধ্যে মৃতের সংখ্যা কী দাঁড়াতে পারে সে বিষয়ে কোনো হিসাব দেয়া হয় নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন মার্কিন কৌশলগত বোমারু বিমান বি-১বি ল্যান্সারকে উত্তর কোরিয়ার সীমান্ত দিয়ে টহল দেয়ার অনুমতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ হিসাব দেন সাবেক জেনারেল গিভেন্স।
এদিকে, গত শনিবার রাতে মার্কিন বোমারু বিমান বহর কোরিয় উপদ্বীপের আকাশে টহল দিয়েছে। এ শতাব্দীর শুরু থেকে ওই এলাকার আকাশে মার্কিন বোমারু বিমান যে টহল দেয় শনিবার তার চেয়ে অনেক উত্তর ঢুকে পড়েছিল মার্কিন বিমান বহর।
(Visited ১০ times, ১ visits today)