বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রোনালদোর জোড়া গোলে অপেক্ষা ফুরাল রিয়ালের

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৯:৫৫ পূর্বাহ্ণ

দুটি প্রশ্ন ঘুরে–ফিরে আসছিল ম্যাচটার আগে। সিগনাল ইদুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষা ফুরাবে রিয়াল মাদ্রিদের? গোলে ফিরবেন টানা দুই ম্যাচে গোল না পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো? দুটি উত্তরই মিলেছে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রোনালদোর জোড়া গোলে আজ ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।
ডর্টমুন্ডের মাঠে বরাবরই কঠিন পরীক্ষায় পড়তে হয় রিয়ালকে। আগে ছয়বার এ মাঠে খেলে রিয়াল প্রতিটিতেই ছিল জয়শূন্য।

Related image

এবার ডর্টমুন্ড-ধাঁধা মেলাতে যেন দৃঢ়প্রতিজ্ঞ ছিল জিনেদিন জিদানের দল। ১৮ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ দক্ষতায় ডর্টমুন্ডের রক্ষণের ওপর দিয়ে গ্যারেথ বেলকে বল বাড়িয়ে দেন কার্ভাহাল। বাঁ পায়ে চোখধাঁধানো ভলিতে ক্রসটা জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন ওয়েলস উইঙ্গার। প্রথমার্ধে বেলের গোলটা ছাড়া গুরুত্বপূর্ণ ঘটনা বলতে ১৪ মিনিটে গোললাইন থেকে সার্জিও রামোসের বল হাতে লাগা। পেনাল্টি এরিয়াতে হাত দিয়ে ব্লকের অভিযোগে ডর্টমুন্ডের খেলোয়াড়েরা যদিও চেঁচামেচি করেছিলেন, রেফারি তাতে সাড়া দেননি।
প্রথমার্ধের তুলনায় রোমাঞ্চকর ছিল দ্বিতীয়ার্ধ। ম্যাচে যে ৪ গোল হয়েছে, ৩টিই এই সময়ে। রোনালদো-ঝলকও দেখা গেছে দ্বিতীয়ার্ধেই। ৪৯ মিনিটে বেলের বাড়িয়ে দেওয়া বল ডর্টমুন্ডের রাইটব্যাক জেরেমি তোলহান আর গোলকিপার রোমান বুরকিকে হারিয়ে বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধানটা ২-০ করে ফেলেন পর্তুগিজ উইঙ্গার।
৫৪ মিনিটে কাস্ত্রোর ক্রস জালে জড়িয়ে পিয়েরে-এমেরিক অবামেয়াং গত চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুর সেই ছবিটা ফিরিয়ে আনার স্বপ্ন দেখাচ্ছিলেন স্বাগতিক দর্শকদের। ৫৯ মিনিট পর্যন্ত ২–০ পিছিয়ে থেকেও রিয়ালের বিপক্ষে ম্যাচটা ড্র করে ফিরেছিল ডর্টমুন্ড। একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়নি ইদুনা পার্কে। অবামেয়াংয়ের গোলটা যে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে তাদের, সেটি বোঝা গেল ৭৯ মিনিটে। যখন সমতায় ফিরতে মরিয়া ডর্টমুন্ড, তখনই রিয়ালের পাল্টা আক্রমণে তছনছ স্বাগতিকদের রক্ষণ। লুকা মডরিচের বাড়িয়ে দেওয়া বল ক্ষিপ্রগতিতে বক্সে ঢুকে ডান পায়ের জোরাল শটে ডর্টমুন্ডের জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেই রোনালদোর সেই চিরচেনা উদ্‌যাপন!
স্প্যানিশ লিগের দুই ম্যাচে গোল পাননি রোনালদো, তাতে কী! এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গোলবন্যা ঠিকই অব্যাহত রাখলেন রিয়াল উইঙ্গার। ২ ম্যাচে করেছেন ৪ গোল। রিয়ালের হয়ে নিজের ৪০০তম আর ইউরোপিয়ান টুর্নামেন্টে ১৫০তম ম্যাচটা রোনালদো স্মরণীয় করে রাখলেন জোড়া গোলে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি