রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সাকিবকে হেয় করলো ভারতীয় মিডিয়া

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১০:০৪ অপরাহ্ণ

সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ নিয়ে ভারতকে কিছু পরামর্শ দেন সাকিব আল হাসান। কিন্তু এ জন্য সাকিবকে হেয় করছে ভারতের সংবাদমাধ্যম। ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে সমপ্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘ভারত সবসময় একটা আলাদা সুবিধা পাবে। অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে কিছুটা চাপে রয়েছে। দেখুন, ভারতের বোলিং লাইন যথেষ্ট শক্তিশালী। এখন ভালো ছন্দেও রয়েছে। ব্যাটিংয়ে কানো ভুলভ্রান্তি যেন না হয়। এই ব্যাপারটা মাথায় রাখলেই, ভারতকে আর কোনো চাপ নেয়ার দরকার নেই। ঘরের মাটিতে ভারত বরাবরই দুরন্ত ফর্মে থাকে। আমি আর বেশি কিছু বলবো না। কারণ ভারত ইতিমধ্যেই অস্ট্রেলিয়াকে হারানোর পরিকল্পনা করে ফেলেছে। চেন্নাইয়ে দলের জয়ে হারদিক যেভাবে সাহায্য করেছিল, এটা দলের ব্যাটিং গভীরতার কথা স্পষ্ট জানান দেয়।’
আর সাকিবকে হেয় করে ভারতীয় দৈনিক এবেলা-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইসিসি-র টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে এখন ভারত। অস্ট্রেলিয়াকে টানা দু’ম্যাচে বধ করে টিম কোহলি এখন সেরা ফর্মে। ঘরের মাটিতে অজিদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে রয়েছে ভারত। তবে অস্ট্রেলিয়ার এই খারাপ ফর্মের রিংটোন বেঁধে দিয়েছিল বাংলাদেশ সফরই। বাংলাদেশের কাছে প্রথম টেস্টে স্পিনে কুপোকাত হয়েছিল ক্যাঙ্গারু বাহিনী। তবে এমন সময়েই কিছুটা অযাচিতভাবে অস্ট্রেলিয়াকে হারানোর টিপস দিয়ে দিলেন সাকিব আল হাসান। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন তারকা বাংলাদেশি অলরাউন্ডার। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই তিনি কিনা বিরাট কোহলিদের ‘পরামর্শ’ দিলেন অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হবে!’ পশ্চিমবঙ্গের দৈনিক পত্রিকাটি লিখে, ‘প্রশ্ন উঠছে, ভারত ভালভাবেই জানে কীভাবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারাতে হয়। সেজন্য ভারতীয় স্কোয়াডে রয়েছে একাধিক ক্রিকেট মস্তিষ্ক। সাকিব বরং নিজের খেলার উন্নতির দিকে নজর দিন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করে বলছেন, ব্যাপারটা অনেকটা ‘বিড়ালকে মাছ খাওয়া শেখানোর মতো’।

(Visited ২১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি