রিপোর্ট : জাকারিয়া আলম দিপু
জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খান আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)||আজ শনিবার বিকেল ৪টা ২৫মিনিটের দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন|তার বয়স হয়েছিল ৮৮ বছর|বার্ধক্যজনিত নানা জটিল রোগে কয়েক মাস ধরে ভূগছিলেন|অবস্থা অবনতি হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন|ডা. এম আর খানের জন্ম সাতক্ষীরা রসুলপুরে ১৯২৮সালের ১ আগষ্ট|কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ১৯৫৩ সালে|এছাড়া এমিরসিপি,ঢাকা পিজি থেকে এফসিপিএস,এডিনবরা থেকে ডিটিএমআন্ডএইচ,লন্ডন থেকে ডিসিএইচ সহ আরো অনেক ডিগ্রি অর্জন করে|সমাজ সেবার জন্য তার পেনশনের টাকা দিয়ে গড়ে তুলেন ডা.এম আর খান-আনোয়ারা ট্রাস্ট সহ আরো অনেক সেবামূলক প্রতিষ্ঠান|এম আর খান এর জীবনী স্থান পেয়েছে ইন্টারন্যাশনাল হু ইজ হু অব ইন্টলেকচুয়ালে|ডা.এম আর খান চলে গেছে|কিন্তু বাঙ্গালির হৃদয়ে তার কর্মের মাধ্যমে অজীবন বেচেঁ থাকবে|