রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০১৭ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

উল্টো পথে গাড়ি জরিমানা গুনলেন প্রতিমন্ত্রী ও সচিবরা

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৯:৩৫ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যেগে উল্টো পথে চলা গাড়ি আটকাতে অভিযান চালানো হয়েছে। রাজধানীর রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে আজ বিকালে চালানো অভিযানে অন্তত ৫০টি গাড়িকে জরিমানা করা হয়। এর মধ্যে প্রতিমন্ত্রী, সচিব, বিচারক, পুলিশ ও সাংবাদিকের গাড়িও ছিল। জরিমানা করা গাড়ির ৪০টিই ছিল সরকারি কর্মকর্তার। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যেসব গাড়ির জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে ৫০টির মতো গাড়ির জরিমানা করা হয়েছে ও মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০টিই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি। অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক প্রণব কুমার ভট্রাচার্য্য বলেন, ট্রাফিকের কর্মকর্তারা উল্টোপথে চলা গাড়ি আটকিয়ে অভিযান চালানোর সময় দুদকের চেয়ারম্যান সেখানে উপস্থিত হন। উল্টো পথে চলা যানবাহনের বিরুদ্ধে অভিযানকে তিনি স্বাগত জানিয়েছেন।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি