হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। কিমকে ‘লিটল রকেটম্যান’ বলে কটাক্ষ করায় আমেরিকাকে এ বার পাল্টা হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইওং হো।
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে রি-র হুঁশিয়ারি, তাঁদের নেতা কিম জং উনকে অপমান করে নিজেদের বিপদ ডেকে আনছেন ট্রাম্প। আমেরিকাতে হামলা চালানোর পথ ‘অপরিহার্য’ করে তুলছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে থামিয়ে রাখা যাবে না। তাঁরা যে পরমাণু বোমা তৈরি করছেন, তা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে। সাধারণ সভার মঞ্চ দাঁড়িয়ে রি যখন ভাষণ দিচ্ছিলেন, তার ঠিক আগেই উত্তর কোরিয়ার আকাশসীমার কাছাকাছি বোমারু বিমানের মহড়া দেয় আমেরিকা।
রাষ্ট্রপুঞ্জের সভায় দাঁড়িয়ে ট্রাম্প কিম প্রসঙ্গে বলেছিলেন, “উনি তো আত্মহত্যার পথে হাঁটছেন!” ট্রাম্পের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে রি বলেন, কিম নয়, ট্রাম্প নিজেই আত্মহত্যার রাস্তায় হাঁটছেন। আর এই কারণেই আমেরিকায় বহু নিরীহ মানুষের প্রাণ যাবে। এ সবের জন্য দায়ী থাকবেন ট্রাম্পই। পাশাপাশি তাঁর হুঙ্কার, উত্তর কোরিয়া জানে কী ভাবে হুঁশিয়ারিকে কাজে পরিণত করতে হয়। ট্রাম্প কী বলছেন তা তিনি নিজেও ভাল ভাবে উপলব্ধি করতে পারছেন না। কিন্তু এর ফল যে কী মারাত্মক হতে পারে সেটা ট্রাম্পের ধারণার বাইরে বলে হুঁশিয়ারি দেন রি।