আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে। রোহিঙ্গা একটি আন্তর্জাতিক সমস্যা, এটি সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। এই ইস্যুতে মিয়ানমারের কোন উসকানিতে বাংলাদেশ সাড়া দেবে না। একই সঙ্গে দেশে বিভিন্ন দলের সমালোচনা ও উসকানিমূলক বক্তব্যেও সরকার কোন প্রতিক্রিয়া জানাবে না। আজ শনিবার দুপুরে নেয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, জাতিসংঘের চলমান অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে বিশ্ব মিডিয়া বলেছে এটা সুস্পষ্ট। বিশ্ব নেতৃবৃন্দের কাছে তা প্রশংসিত হয়েছে। তবে আমাদের দেশের একটি দলের কাছে এ বক্তব্য পছন্দ হয়নি। কারণ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঠিকমতো শোনেননি বা তাদের বোঝার ক্ষমতা নেই। তিনি বলেন, তাদের হাতে মূলত কোনও ইস্যু নেই। তাই রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এ অপতৎপরতা কখনও সফল হবে না।