মোঃ শাহাজাদা হিরা ॥
সিনিয়ার স্টাপ রির্পোটার ॥
বিরোধ ও ক্ষোভ জাতিকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। পরবর্তিতে আইনী জটিলতায় নিমজ্জিত হচ্ছে। এ জটিলতা ও বিরোধ সামাজিক সালিশ বিচারের মাধ্যমে সমাধান করা শুভ। গতকাল বৃহস্পতিবার টেকসই সামাজিক সালিশ ক্যাম্পেইন বিষয়ে বরিশালে বিভাগীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। আপোষযোগ্য বিরোধের মীমাংসা চাই, সামাজিক বিবাদ মিটাই শ্লোগানে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান। নাগরিক উদ্যোগের নিবার্হী পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ শাহিন, এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, এ্যাড. এসএম ইকবাল। অনুষ্ঠানে ধারণপত্র উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী নাদিয়া পারভীন।