রিপোর্ট : শামীম হোসেন জয়।।
বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কৃঞ্চকাঠী গ্রামের মো.বশির আকনের মেয়ে তানজিলা আখতার বিথি(১৫) নামের এক স্কুল ছাত্রী গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে চার টার সময় প্রকৃতির ডাকে বাহিরে নেমে নিজ ঘরের পিছনে গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তানজিলা আখতার বিথি ভরপাশা ইউনিয়নের দুধাল মৌ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। বিথির আত্নহত্যার সময় নিজ লেখা একটি চিরকুট পাওয়া যায়। পরিবারের অভিযোগ,গত ২ বছর আগে নুর হোসেন হাওলাদারের মেয়ে মিমি আখতারকে ধর্ষণ করা হয় আর সে ধর্ষণের বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫/২৫৪। মিমির পিতা ঐ মামলায় তানজিলা আখতার বিথিকে সহায়তাকারী হিসেবে ৩ নং আসামী করে। কিন্তু বাকেরগঞ্জ থানায় অফিসারদের তদন্ত সাপেক্ষে বিথিকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। পরে মামলার বাদী নুর হোসেন বরিশাল আদালতে ফের মামলার নারজি দেয়। প্রতি মাসে হাজিরা দেয়ার কারনে বিথির পড়া লেখায় অনেক বিঘ্ন ঘটে এবং অনেক হয়রানীর শিকার হতে হয়। গতকাল সন্ধ্যা বেলা নুর হোসেনের স্ত্রী পিয়ারা বেগম, হানিফ হাওলাদার,সুরমা সহ ৫/৬ জন মিলে বিথিকে বিভিন্নভাবে অশ্লীনভাষায় গাল মন্দ করে অপমান অপদস্ত করে এবং মামলার আগামী শুনানিতে বিথিকে জেলে ডুকিয়ে দিবে বলে ভয়ভীতি ও হুমকী দেয় বলে জানান স্থানীয়রা । আর ঐ কারনে বিথি অপমান অপদস্ততা সহিতে না পেরে মানসিক চাপে পরে ঐ রাতে আত্নহত্যার পথ বেচে নেয়। বাকেরগঞ্জ থানার এস আই সিরাজ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতল করে ময়না তদন্তের জন্য বরিশার মর্গে পাঠায়।