মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যানজেলিনা জোলি। তিনি মিয়ানমার সরকার ও এর নেত্রী অং সান সুচির প্রতি আহ্বান জানিয়ে বলছেন আর নীরব থাকবেন না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, সাপ্তাহিক ওয়েল্ট অ্যাম সোনটাগ’কে তিনি রোববার বলেছেন, এটা সুস্পষ্ট করে বলছি যে, সেনাবাহিনীর এই সহিংসতা বন্ধ করতে হবে। শরণার্থীদের তাদের ঘরে ফিরে যেতে দিতি হবে। রোহিঙ্গাদের দিতে হবে নাগরিক অধিকার। অ্যানজেলিনা জোলি বলেন, আমরা আশা করবো, বর্তমানের পরিস্থিতিতে অং সান সুচি মানবাধিকারের বিষয়ে কথা বলবেন। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নৃশংসতায় সারাবিশ্বে তীব্র সমালোচনার মুখে রয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অং সান সুচি। এই নৃশংসতার বিরুদ্ধে তিনি নিন্দা জানান নি। এ জন্য তার সমালোচনা করছেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ড. মুহাম্মদ ইউনূস, মালালা ইউসুফজাই, ডেসমন্ড টুটু সহ অসংখ্য বিজ্ঞ ও পন্ডিতজন। শুধু তা-ই নয়, বিবিসির মতো টেলিভিশন চ্যানেলও রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিশেষ টকশো আয়োজন করছে। তাতে অং সান সুচির তীব্র সমালোচনা করা হচ্ছে। সিএনএনও সচিত্র প্রতিবেদন প্রকাশ করছে। এক কথায় বিশ্বের বিবেকবোধ সম্মন্ন সব মানুষকে নাড়া দিয়েছে রোহিঙ্গা সঙ্কট। এ মিছিলে শরীক হলেন অ্যানজেলিনা জোলি। উল্লেখ্য, অ্যানজেলিনা জোলি যুক্তরাষ্ট্রের অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, মানবাধিকার কর্মী। তিনি হলিউডে অভিনয়ের জন্য পেয়েছেন একাডেমি এওয়ার্ড, দুটি স্ক্রিন এক্টর গিল্ড এওয়ার্ড, তিনটি গোল্ডেন গ্লোব এওয়ার্ড। তিনি হলিউডের সবচেয়ে বেশি সম্মানিতে কাজ করা অভিনেত্রী। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘জর্জ ওয়ালেস’ ‘জিয়া’ ‘এ মাইটি হার্ট’ প্রভৃতি।