ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এ জন্য চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লীগের শেষ দিনের খেলা অসমাপ্ত রেখেই ঢাকায় ফেরেন মেট্রোপলিশ দলের এ ব্যাটসম্যান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী মাঠে গত শুক্রবার ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান ঢাকা মেট্রোর এ টপঅর্ডার ব্যাটসম্যান। যে কোনো ধরনের ক্রিকেটে এটি ছিল আশরাফুলের চার বছরে প্রথম সেঞ্চুরি। তবে জ্বরের কারণে পরদিন ফিল্ডিং করেননি আশরাফুল। শনিবার সারাদিন ড্রেসিংরুমেই কাটান আশরাফুল। আর রোববার তার রক্তের পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। চট্টগ্রামে গতকাল ঢাকা মেট্রোপলিশ দলের ম্যানেজার আমিন খান বলেন, ‘শুক্রবার রাতে জ্বরে আক্রান্ত হন আশরাফুল। পরে রক্ত পরীক্ষা শেষে জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’ ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে এর আগে তিন বছরের নিষেধাজ্ঞা পোহান মোহাম্মদ আশরাফুল। গত বছর ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান বাংলাদেশ দলের এ সাবেক অধিনায়ক।