নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার সকাল ১০টার দিকে ধানমণ্ডি ৪ নম্বর রোড সংলগ্ন লেক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম জানান।
তিনি বলেন, ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর। তার পরনে ছাই রঙের টি-শার্ট ও খাকি থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল।
লাশটি ‘অর্ধ-গলিত’ জানিয়ে পরিদর্শক পারভেজ বলেন, মৃতদেহ দেখে মৃত্যুর কারণ বোঝা যায়নি । তিন থেকে চার দিন আগে ওই কিশোরের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(Visited ৩ times, ১ visits today)