রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
রোমানিয়ায় একজন মুসলিম নারী দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।। সেভিল নামের এই নারীই হতে যাচ্ছেন রোমানিয়ার প্রথম নারী ও মুসলিম প্রধানমন্ত্রী।।তার বয়স ৫২ বছর।।রোমানিয়ার রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সেভিল শাইদেহকে প্রধানমন্ত্রী করার জন্য প্রস্তাব উত্থাপন করেছে।। ইউরোপজুড়ে মুসলিমবিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে দিন দিন,, ঠিক তখনই রোমানিয়ার মানুষ একজন মুসলিম নারীকে বেছে নিল প্রধানমন্ত্রী হিসাবে।।
(Visited ৪ times, ১ visits today)