প্রথমবারের মতো একসঙ্গে প্লেব্যাক করেছেন বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। বদরুল আনাম সৌদের নির্দেশনায় সরকারি অনুদানের চলচ্চিত্রে ‘গহীন বালুচর’ ছবিতে গেয়েছেন তারা।
ইমন সাহার সুর-সংগীতে এ গানটির শিরোনাম ‘ভালোবাসার বুক ভাসাইয়া’। গানটির কথা লিখেছেন বদরুল আনাম সৌদ নিজেই। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার জানান, গানটিতে আমাদের নিজস্ব সংস্কৃতির যেমন ছোঁয়া আছে ঠিক তেমনি ছোঁয়া আছে ওয়েস্টার্ন ধারারও। সবমিলিয়ে খুব চমৎকার একটি গান হয়েছে।
দিনাত জাহান মুন্নী বলেন, এই গানটি আমার বহুদিনের তৃষ্ণা মেটানো গান হতে যাচ্ছে। আমার প্লেব্যাক জীবনের অন্যতম একটি গানও এটি। সবমিলিয়ে এত চমৎকার একটি গান হয়েছে যে আমি খুবই আশাবাদী এটি নিয়ে।
শিগগিরই ইউটিউবে জি-সিরিজের নিজস্ব চ্যানেলে গানটি পাওয়া যাবে। উল্লেখ্য ‘গহীন বালুচর’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২০শে অক্টোবর।
(Visited ৫ times, ১ visits today)