বর চুরি হয়ে গেছে। এমনই অভিযোগ ভারতের দিল্লির এক গৃহবধূর।
স্বামী গিয়েছিলেন তার বান্ধবীর বাড়ি। তারপর থেকেই উধাও স্বামী। কোথাও মেলেনি তাঁর হদিশ। স্বামীর খোঁজে সেই নারীর বাড়িতে ছুটেছিলেন স্ত্রী। আর এই নিয়েই স্বামীর বান্ধবীর পরিবারের লোকেদের সঙ্গে তার গোলমাল শুরু হয়।
তারই জেরে রাস্তার উপরই মারধর করা হয় তাকে। দ্বিতীয় দফায় ফের তিনি খোঁজ চালাতে শুরু করেন স্বামীর। কোথাও স্বামীর সন্ধান না পেয়ে সেই বধূর ধারণা হয়, তার স্বামীকে অপহরণ করেছেন সেই বান্ধবী ও তার বাড়ির লোকেরা।
মঙ্গলবারই তিনি কাঁদতে কাঁদতে চলে যান দিল্লির পশ্চিম বন্দর থানায়। পুলিশের কাছে নালিশ জানান যে, তাঁর স্বামীকে রীতিমতো চুরি করেছেন স্বামীর বান্ধবী। সেইমতো স্বামীর বান্ধবী ও তার পরিবারের দু’জন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।
(Visited ৫ times, ১ visits today)