সোমবার , ১১ সেপ্টেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

স্বর্ণের দাম বাড়ছে ভরিতে ১৫০০ টাকা

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ১১, ২০১৭ ২:১৭ পূর্বাহ্ণ

এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ছে। প্রতি ভরিতে এবার সর্বোচ্চ ১৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্বর্ণের নতুন দর সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি রোববার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দর বাড়ানোর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষর করেছেন।

এর আগে ১২ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি ১৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’দফা দর বাড়ার পর ৮ মে ভরিপ্রতি ১১৬৭ টাকা দাম কমায় সমিতি। গত ২৮ জুলাই আবার স্বর্ণের দাম ভরিতে ১৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ গত ১২ আগস্ট ১৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা। সারা দেশের স্বর্ণের দোকানগুলোতে রোববার প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৪০ হাজার ৮২৪ টাকায়।

আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৬ হাজার ২৪৪ টাকায় বিক্রি হচ্ছে। সোমবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৩৪১ টাকা, ১৮ ক্যারেটের ১১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ৫৮৩ টাকা দাম বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। আগের মতোই প্রতি ভরি রুপা ১০৫০ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি