সোমবার , ১১ সেপ্টেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সমুদ্রের পানিও শুষে নিল ঘূর্ণিঝড় ‘ইরমা’!

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১:০১ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় ইরমা বাহামার লং আইল্যান্ডে সমুদ্রের চেহারাটাকেই আমূল বদলে দিয়েছে! সমুদ্রসৈকত থেকে ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে গিয়ে যেন সমুদ্রটাকেই হাপিস করে দিয়েছে। যা অবিশ্বাস্য, দৃশ্যত প্রায় অসম্ভবই, তাকেই সম্ভব করে তুলেছে ইরমা।

তার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে বাহামার মানুষই বলছেন, এমন যে হতে পারে, ভাবতে পারিনি কোন দিন। এটাই কি বাহামার লং আইল্যান্ড? এখানে তো সমুদ্রটা অন্য রকম ছিল এত দিন। আর আজ? পানির চিহ্ন মাত্র নেই সেখানে!

সমুদ্রসৈকত থেকে পানি গেল কোথায়?
আবহবিদরা বলছেন, হারিকেন ইরমার জন্ম সমুদ্রে। তা এতটাই শক্তিশালী আর তার চাপ এতটাই কম যে, সমুদ্রে তার আশপাশের এলাকা থেকে সবটুকু পানি তার গর্ভে চলে যাচ্ছে। শনিবার লং আইল্যান্ডে হারিকেন ইরমা বইছিল দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে। তার ফলে দ্বীপের উত্তর-পশ্চিম দিক থেকে সমুদ্রসৈকতের সবটুকু পানি সে সরিয়ে দিয়েছে। যেন ব্লটিং পেপারের মতো কেউ শুষে নিয়েছে সেখানকার পানি! এটার কারণ, হারিকেনের গর্ভে চাপ খুব কমে যায় বলে তা আশপাশের বাতাসকেও টেনে নিতে থাকে। তার ফলে বদলে যায় সমুদ্রপৃষ্ঠের চেহারা। তখন আশপাশের এলাকা থেকে পানিও টানতে শুরু করে হারিকেনের গর্ভ বা সেন্টার। আর সেই পানিটা ইরমা লং আইল্যান্ডের সৈকত থেকে টেনে নিয়েছে। ফলে পানি হাপিস হয়ে গিয়েছে লং আইল্যান্ডের সৈকত থেকে। মনে হচ্ছে, যেন কোন কালেই সেখানে ছিল না কোন সমুদ্র! তবে ইরমার জোর কমে গেলে ওই পানি আবার ফিরে আসবে লং আইল্যান্ডের সৈকতে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি