বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় আর্মড পুলিশ ব্যাটেলিয়নের এক কনস্টেবল নিহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলামিন শরীফ কর্নকাঠি এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা সালাম শরীফের ছেলে এবং বরিশাল আর্মড পুলিশ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বরিশাল থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আলামিন। এসময় অপর পাশ থেকে আসা একটি টমটম আলামিনকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
টমটমের চালককে আটক করা সম্ভব হয়নি। তবে টমটমটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
(Visited ২ times, ১ visits today)