নিজস্ব প্রতিবেদকঃ
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার এ.জে. কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মনুকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার মামলায় আটক ওই অধ্যক্ষকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার রাতে উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের কথা জানা যায়। জানা গেছে, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে গত মঙ্গলবার অধ্যক্ষ মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার। পুলিশ রাতেই ওই অধ্যক্ষকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সৈকত বাবু ও তার সহযোগীরা পুলিশের কাছ থেকে অধ্যক্ষকে ছিনিয়ে নিয়ে পালাতে সহযোগিতা করে। আব্দুল জব্বার কলেজের সভাপতি হাবিবুর রহমান বলেন, ঘটনার পরপরই অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।