শনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

তলা ফাঁটা নিয়েই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে তাসরিফ ৩ লঞ্চ

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৯, ২০১৭ ১:৫০ পূর্বাহ্ণ

বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েই দূর্ঘটনার কবলে পড়ে তাসরিফ ৩ লঞ্চ। বরিশাল লঞ্চঘাট ত্যাগ করার সময় সূরভী ৭ লঞ্চের সাথে ধাক্কা লেগে তাসরিফ ৩ লঞ্চের তলা ফেটে যায়। তলা ফাটা অবস্থায় তসরিফ ৩ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওয়া হলে যাত্রীরা ছুটাছুটি শুরু করে। পরে লঞ্চটি চরমোনাই নদীর তীরে নোঙর করে পালিয়ে যায় স্টাফরা। শুক্রবার রাত ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট ত্যাগ করেই দূর্ঘটনার কবলে পরে লঞ্চটি।

লঞ্চের যাত্রী লাহারহাট ফেরিঘাট এলাকার বাসিন্দা ফিরোজ জানায়, বরিশাল লঞ্চঘাট থেকে তাসরিফ ৩ ত্যাগ করার সময় অপর একটি লঞ্চের সাথে ধাক্কা লাগে। পরে লঞ্চে থাকা যাত্রীরা লঞ্চকতৃপক্ষের কাছে যানতে চায় কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তখন লঞ্চ কতৃপক্ষ যাত্রীদের জানায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। চরবাড়িয়ার মোর ঘোরার সময় কয়েকজন যাত্রি দেখতে পায় লঞ্চের তলা ফেটে গিয়ে লঞ্চে পানি প্রবেশ করছে। পরে তারা লঞ্চের স্টাফদের জানালে তারা বলে কোন সমস্যা নেই ঢাকা যাওয়া যাবে। লঞ্চ স্টাফদের কথায় নিশ্চিত হতে না পেরে লঞ্চের যাত্রীরা লঞ্চটি ঘুরিয়ে বরিশাল লঞ্চঘাটে যাত্রীদের নামিয়ে দেয়ার কথা বলে। কিন্তু লঞ্চ স্টাফরা তাতে রাজি না হলে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে লঞ্চটি চরমোনাই মাদ্রাসা সংলগ্ন স্থানে থামিয়ে স্টাফরা পালিয়ে যায়। লঞ্চটিতে ২ হাজারেরও বেশি যাত্রী রয়েছে বলেও জানান তিনি। ওই লঞ্চের যাত্রী ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন- রওনা হয়ে লঞ্চটি ওই স্থানে যাওয়ার পরে হঠাৎ তলা ফেটে পানি উঠতে দেখা যায়। এ সময় যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করলে লঞ্চ দ্রুত চরে উঠিয়ে দেওয়া হয়। ওই শিক্ষার্থী অভিযোগ করেছেন- লঞ্চটিতে ঢাকায় যেতে ঝুঁকি থাকলে দ্রুত মেরামত করে ছাড়তে চাইছে কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা ঊৎকণ্ঠায় রয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিস কর্মকর্তা (বন্দর) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে রাত ৯টার দিকে নৌ পুলিশ ও তাদের কর্মকর্তারা ছুটে গেছেন। বিস্তারিত জেনে বলতে পারবেন লঞ্চটি ঢাকার উদ্দেশে যাওয়ার অনুমতি পাবে কী না। তাসরিফ ৩ লঞ্চের ঘাট সুপারভাইজার মামুন জানায় লঞ্চটি ঘাট ত্যাগ করার সময় সুরভী ৭ লঞ্চের সাথে ধাক্কা লেগে সামান্ন ক্ষতি হয়। তাতে লঞ্চটি ঢাকা যেতে কোন সমস্যা হতোনা। কিন্তু যাত্রীরা ছুটাছুটি শুরু করলে লঞ্চ কতৃপক্ষ চরমোনাইতে ভিড়িয়ে রাখে এবং সংস্কারের কাজ চলছে। কাজ শেষ হলে লঞ্চটি যথারীতি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি