বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার কথা ছিল আজ (শুক্রবার)। একদিন আগেই টেস্ট শেষ হয়ে যাওয়ায় দু’দলই আগেই ফ্রি হয়ে যান। ফলে বিদায়ের পালা এসে যায় দু’দলেরই। অস্ট্রেলিয়া দলেরও এক অংশ তাই গতকাল (বৃহস্পতিবার) রাতেই চলে এসেছে ঢাকায়।
বৃহস্পতিবার রাতে ঢাকায় আসা অস্ট্রেলিয়ার এক অংশ আজ রাতেই ঢাকা ছাড়ছেন। এই অংশের সবাই ভারতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছেন না বলে সরাসরি চলে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে।
অস্ট্রেলিয়া দলের অপর অংশটি শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছাবেন। তারপর ঢাকা থেকে সরাসরি এরা চলে যাবেন ভারতে। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে অংশ নেবেন তারা।
এ দিকে বাংলাদেশ দলের একটি অংশ গতকাল ম্যাচ শেষেই চট্টগ্রাম ত্যাগ করেছেন। অন্য সদস্যরা আজ শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকায় এসেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ক্যাম্প শুরু না হওয়া পর্যন্ত ছুটি কাটাবে বাংলাদেশ দল।