সাধারণত ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তারকা ফুটবলারদের তুলনায় কোচদের আয় অনেক কম। কিন্তু ৪৫ বছর বয়সী জিনেদিন জিদানের ক্ষেত্রে ঘটনা ঠিক উল্টো।
ফরাসি এই খেলোয়াড় রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে প্রথম ১৮ মাসেই আয় করেন ১০৯.৪ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশী মুদ্রায় ১০৬০ কোটি ৫০ লাখ ২৩ হাজার ২১৭ টাকা।
প্রসঙ্গত, ক্যারিয়ারের সেরা সময়টা এই রিয়ালেই পার করেছেন জিদান। ২০০১ সালে তৎকালীন ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে জিদানকে দলে ভিড়িয়েছিল রিয়াল। তার সঙ্গে ৫ বছরের চুক্তি করতে রিয়ালকে ঢালতে হয়েছিল ৭৫ মিলিয়ন ইউরো। অথচ কোচ জিদানের পেছনে মাত্র ১৮ মাসেই সেই রিয়ালকে ঢালতে হলো ১০৯.৪ মিলিয়ন ইউরো।
এর ফলটাও হাতেনাতেই দিয়ে দিয়েছেন জিদান। ২০১৬ সালের জানুয়ারিতে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রথম ২০ মাসেই রিয়ালকে ৭টি শিরোপা উপহার দিয়েছেন জিদান! যার মধ্যে রয়েছে দু’টি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি উয়েফা সুপার কাপ শিরোপা। আছে একটি করে লিগ, বিশ্ব ক্লাব বিশ্বকাপ এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপাও।