বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। সিরিজ ড্র’তে লাভবান হয়েছে বাংলাদেশ।
৫ রেটিং বেড়েছে টাইগারদের। তাই ৭৪ রেটিং নিয়ে নবম স্থানেই রয়েছে টাইগাররা। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ব্যবধান এখন মাত্র ১ রেটিং।
১০০ রেটিং ও র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ঢাকায় প্রথম টেস্ট হেরে যাওয়ায় ৩ রেটিং হারায় অসিরা। চট্টগ্রাম টেস্ট ড্র বা হারলে আরও রেটিং হারাতো অস্ট্রেলিয়া। কিন্তু বৃহস্পতিবার শেষ হওয়া টেস্ট ৭ উইকেটে জিতে মুখ রক্ষা হলো তাদের। ফলে ৯৭ রেটিং নিয়ে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া।
চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডেরও রেটিং ৯৭। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার উপরে নিউজিল্যান্ড।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং ১২৫। ১১০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১০৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড।
আইসিসি টেস্ট র্যাঙ্কিং :