রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন মোস্তাফিজুর রহমান।। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি বিশ্বতারকা হয়ে যায়।।কাটার মাস্টারে,,দা ফিজ,,বিস্বয় বালক সহ বহু নামে তাকে চেনে মানুষ।। এবার কাটার মাস্টার অর্জন করলেন একটি দারুন পুরস্কার।। ২০১৫-১৬ মৌসুমে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসার।। বাংলাদেশের হয়ে এই প্রথম কোনো ক্রিকেটার আইসিসির একটি বর্ষসেরা পুরস্কার জিতলেন।।দারুন কেটেছে তার গত বছর।।৯ টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি নিয়েছে ২৬ উইকেট।।১৩ টি২০ ম্যাচ খেলে নিয়েছেন ২২ উইকেট।।আর মাত্র ২ টি টেষ্ট খেলেছেন তিনি।।নিয়েছেন ৪ উইকেট।।
(Visited ৬ times, ১ visits today)