শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

“একজন ডিসি মাহবুব ও টাঙ্গাইল জেলা”

প্রতিবেদক
alltimeBDnews24
ডিসেম্বর ২৩, ২০১৬ ৮:১৮ অপরাহ্ণ

রির্পোট সাজ্জাদ খোশনবীশ সদস্য,

নাগরিক সাংবাদিক,টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ।

মরণোত্তর সম্মাননা নয়; সম্মান জানাতে হবে জীবদ্দশাতেই। টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন সরকারি চাকুরীর সুবাদে টাঙ্গাইল এসেছেন। তিনি সুদূর বরিশালের মানুষ হয়েও ভালোবেসেছেন টাঙ্গাইলের মাটিও মানুষকে। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট খ্যাত শামছুল হক তোরণ ও ডিসি অফিসের শোভাবর্ধন আর অফিসার্সক্লাবে ছন্দেআনন্দে ডিসি লেকমঞ্চ বানানো তার মার্জিত রুচির পরিচয় বহনকরে। একটি অবহেলিত ময়লার ভাগাড় ডিষ্ট্রিক্ট লেককে একটি নয়নাভিরাম লেকে রুপান্তরিত না করলেও তার চাকুরী চলে যেতোনা। একজন বীর মুক্তিযোদ্ধার দেশপ্রেমিক সন্তান বলেই তারদ্বারা টাঙ্গাইল ডিসি লেকের মতো সৃজনশীল একটি কীর্তি গড়া সম্ভব হয়েছে। আমরা টাঙ্গাইলবাসী এই কারণে যদি কৃতজ্ঞতা প্রকাশে কৃপণহই তবে নিজের বিবেকের কাছে নিজে বেঈমান হিসেবে আখ্যায়িত হবো। এতো গেলো গল্পের শুরু। টাঙ্গাইলে অনেক ডিসি এসেছেন গিয়েছেন। টাঙ্গাইলে সকলেরই পরিচয় ছিলো ডিসি সাহেব হিসেবে। কিন্তু, বর্তমানে যিনি আছেন তিনি টাঙ্গাইলের মানুষের এতো কাছের লোক হয়ে গিয়েছেন যে, লোকে তাকে নিজের ঘরের সন্তানের মতো আদর করে নাম ধরে ডাকে ডিসি মাহবুব। এই ডিসি মাহবুব এখন টাঙ্গাইলকে আরেকটি জিনিষ উপহার দিয়ে যেতে চান। যা কোনদিন কোন ডিসি সাহস করেননি। সেই জিনিষটি হচ্ছে- দখলে দূষনে জর্জরিত নর্দমা, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী লৌহজং নদীর চঞ্চলা বহমান জীবন। এর আগে বরিশালের প্রশাসন-জনগণ জেল খাল নামে একটি খাল উদ্ধার করেছিলেন। সেটিও একটি দৃস্টান্ত। তবে টাঙ্গাইলে এটি একটি নদী। এটি জেলার ৭৬ কিঃমিঃ দীর্ঘ নদী যা পৌরএলাকা দিয়ে বহমান ১০ কিঃমিঃ। যার প্রায় পুরোটাই প্রভাবশালী ভূমিদস্যুদের অবৈধদখলে ছিলো। একটি “নদী” বিভিন্ন শ্রেণির জনগণকে সঙ্গে নিয়ে উদ্ধারের ঘটনা এটাই প্রথম। উদ্ধার হওয়া লৌহজং নদীর বর্তমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে এসে ঢাকা ববিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহম্মেদ বলেছিলেন- ” যেহেতু নদী-খাল উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেহেতু, টাঙ্গাইল লৌহজং নদী এখন সারা বাংলাদেশের দৃষ্টান্ত। এটি যদি সফলভাবে উদ্ধার করা যায় তাহলে প্রত্যেক জেলার ডিসিগণ তাদের নিজ নিজ জেলার জনগনকে সাথে নিয়ে দখল হওয়া নদীগূলো উদ্ধারের কার্যক্রম হাতে নিবে।” মৃতপ্রায় লৌহজং নদীটিকে জীবন ফিরিয়ে দেয়ারমতো এমন সাহসী পদক্ষেপ শুধু ডিসি মাহবুব হোসেনই নিতে পারেন বলে মনে করেন অনলাইন ভিত্তিক নাগরিক সাংবাদিকদের দল “টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ”। টাঙ্গাইলে “নাগরিক সাংবাদিক” ধারণার প্রবক্তা ডিসি মাহবুব ইতোমধ্যে অর্জন করেছেন ইনোভেশন সার্কেল পুরস্কার সহ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি হওয়ার স্বীকৃতি। ডিসি মাহবুবের নদী উদ্ধার কার্যক্রমের সকল কাজে টাঙ্গাইলের সকলে যেমন এগিয়ে এসেছে তাতে এটা ধরেই নেয়া যায় যে, লৌহজং একদিন মুক্তি পাবে। এর দু’কূলে রাস্তা হবে। পথচারীরা শান্তিতে হেঁটে বেড়াবে প্রকৃতির সান্নিধ্যে। স্বচ্ছ জলধারে নৌকাযোগে ঘুরে বেড়াবে আমাদের পরবর্তী প্রজন্ম। এমন স্বপ্ন যিনি দেখাতে জানেন তাকে সর্বোতভাবে সহযোগীতা করার আহ্বান জানাই টাঙ্গাইলের বিশিষ্টজন সহ সরকারদলীয় উর্ধমহল পর্যন্ত। পরিশেষে একথাই বলতে চাই- এখনো যেতে হবে বহুদূর। এমন একজন ডিসি মাহবুব হোসেনকে সহযোগীতা কিম্বা প্রশংসা করলে কোন ক্ষতি হবার আশংকা নেই। এতে বরং উপকৃত হবে আমাদের প্রিয় টাঙ্গাইল সহ দেশ এবং জাতি। অন্যায়কে ন্যায় বলা যেমন অন্যায়, ঠিক তেমনি ভালোকে ভালো আর সুন্দরকে সুন্দর না বলা অন্যায়।

লেখক- সাজ্জাদ খোশনবীশ সদস্য,

টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ।

(Visited ৯৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত