রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।। এই দলে নতুন মুখ ৩ জন।। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দুর্দান্ত খেলা মেহেদী হাসান মিরাজ সুযোগ পেয়েছেন প্রথম ওয়ানডে দলে।। ২৮ বছর বয়সী পেসার শুভাশিস রায়কে রাখা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য।।এছড়াও লেগ স্পিনার তানভীর হায়দারের পারফরম্যান্স বেশ মন কেড়েছে নির্বাচকদের।। এ জন্য তাকে রাখা হয়েছে দলে।।বাকি সবাই চেনা মুখ।। প্রথম ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দল:: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক),, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক),, তামিম ইকবাল,, সৌম্য সরকার,, মাহমুদউল্লাহ রিয়াদ,, মুশফিকুর রহিম,, ইমরুল কায়েস,, সাব্বির রহমান,, মোসাদ্দেক হোসেন,, মোস্তাফিজুর রহমান,, মেহেদী হাসান মিরাজ,, রুবেল হোসেন,, তাসকিন আহমেদ,,শুভাশিস রায় ও তানভীর হায়দার।।
(Visited ৫ times, ১ visits today)