কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় নির্বাচনের নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের রায়ে বলা হয়, আগস্টের নির্বাচনে অনিয়ম করেছিল নির্বাচন কমিশন। অনিয়মের ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। আদালতের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট উহুরু কেনিয়েত্তা।
গত মাসে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার পর জালিয়াতির অভিযোগে আদালতে যান বিরোধী নেতা রাইলা ওডিঙ্গা। কমিশনের আইটি সিস্টেম হ্যাক করে ভোট কারচুপি করা হয় বলে অভিযোগ করে তারা।
নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে প্রায় ১৪ লাখ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
(Visited ৪ times, ১ visits today)