মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
এসময় হাসান রুহানি মিয়ানমারে মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্বের যেকোনো জায়গায় মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন ইরান সহ্য করবে না।
এসময় ইরানি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়েও কথা বলেন।
(Visited ৬ times, ১ visits today)