প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-আযহায় শনিবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেই অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের ক্রিকেটের প্রাণ ভোমরা সাকিব আল হাসানও উপস্থিত ছিলেন।
ঈদের সকালে গণভবনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে এগিয়ে যান। এ সময় শেখ হাসিনা পরম মমতার সাথে সাকিবের মাথায় হাত বুলিয়ে দেন এবং সেই সঙ্গে তিনি নিজ হাতে ফল খাইয়ে দেন। তখন সাকিবের পাশেই ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিব আল হাসান ছাড়াও গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিচারপতিগণ ও সশস্ত্রবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
(Visited ৫ times, ১ visits today)