মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন- এমন সন্দেহে ফুটবলার ওয়েন রুনিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিবিসি।
বৃহস্পতিবার রাতে চেশায়ারে নিজ বাড়ির কাছেই পুলিশ রুনির গাড়ি থামায়। বর্তমানে এভারটনের এই স্ট্রাইকার ইংল্যান্ডের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোল করেছেন। ইংল্যান্ডের জার্সি গায়ে জড়িয়ে মোট ১১৯টি ম্যাচে ৫৩ গোল করেছেন তিনি।
তবে গেল সপ্তাহেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩১ বছর বয়সী রুনি।
এরপর কৈশরের ক্লাব এভারটনে ফিরে যান তিনি। এরপর প্রিমিয়ার লিগের প্রথম দুটি ম্যাচেই গোল পেয়ে যান তিনি।
রুনির গ্রেফতারের বিষয়ে পুলিশ বা ক্লাব কর্তৃপক্ষ কারোরই বক্তব্য পায়নি বিবিসি।
(Visited ৩ times, ১ visits today)