রিপোর্ট : শামীম হোসেন জয়
:::::::::::::::::::::::::::::::::::::::::::
নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ও কুশংঙ্গল
ইউনিয়নের মানপাশা বাজারের সংযোগ সেতুটি এখন মরণ ফাঁদ। ব্রীজটি দীর্ঘ দিন যাবৎ যান চলাচলের অনুপযোগী হয়ে পরে আছে। দেখার যেনো কেউ নেই।
এই মেয়াদ উত্তীর্ন ঝুকিপূর্ন ব্রিজ দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত ছাত্র-ছাত্রী ছাড়াও হাজার হাজার পথচারী সহ কয়েক শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
অসংখ্য পথচারী ও কয়েকটি গাড়ি দূর্ঘটনার স্বীকার হয়েছে।
মানপাশা বাজারে আসতে পারছেনা বড় ধরনের কোনো মালবাহী পরিবহন। রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেও ঢুকতে পারছেনা রুগীদের বহনকারী এ্যাম্বুলেন্স। ফলে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন ঢাকাপরে যাচ্ছে দুই একটি ক্ষুদে ব্যার্থতার কারনে। আস্থা হারাতে বসছে সাধারন মানুষ। অতি সিগ্রই ব্রীজটি পূর্ননির্মান করে আশার প্রতিফলন ঘটাবে এমনটাই প্রত্যাসা সাধারন জনগনের।