বরিশাল সিটি কর্পোরেশন এবছর কুরবানির পশুর জন্য দুইটি স্থায়ী হাটসহ সাতটি হাট স্থাপন করেছে। স্থায়ী হাট দুইটি হলো বাঘিয়া ও পোর্ট রোডের কসাইখানা গরুর হাট।
এছাড়া পাঁচ দিনের জন্য সোমবার থেকে পাঁচটি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এই হাটগুলো বসেছে নগরীর ২৫ নং ওয়ার্ডের উপজেলা পরিষদের সামনে এনায়েতুল্লাহ হাউজিং,সোনার গাও টেক্সটাইলরে বিপরীতে বালুরমাঠে,রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন উকিলবাড়ী সড়কে,কাউনিয়া টেক্সটাইল সংলগ্ন বটতলার মোড় এবং কালিজিরা বাজার।
(Visited ১৮ times, ১ visits today)