রোববার বরিশালের পিরোজপুর সদর উপজেলার মরিচালের ‘মিনা শিশু নিকেতনের’ শিক্ষার্থীরা তাদের মাটির ব্যাংকগুলো জেলা প্রশাসক খায়রুল আলম সেখের হাতে তুলে দেয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন মিনা জানান, গত পয়লা বৈশাখে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের টাকা সঞ্চয়ের জন্য মাটির তৈরি ব্যাংক উপহার দেওয়া হয়। ওই ব্যাংকে শিশুরা টিফিনের টাকা বাঁচিয়ে সঞ্চয় করে আসছিল।
“বিদ্যালয়ের শিক্ষকেরা বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তার উদ্যোগ নিলে শিক্ষার্থীরা তাদের মাটির ব্যাংকে জমানো টাকা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে।”
শিশুদের ব্যাংক থেকে এক হাজার ৭৫০ টাকা সংগ্রহ করা হয় বলে জানান আলাউদ্দিন।
শিশু শিক্ষার্থী মুক্তা আক্তার বলে, “আমার টিফিনের টাকা থেকে কিছু টাকা জমাতাম। বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে, তাই তাদের জন্য আমরা আমাদের জমানো টাকা দিয়ে দিয়েছি।”
জেলা প্রশাসক খায়রুল আলম সেখ বলেন, “বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য শিশুদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”