বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার করনে বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্ব চলাচল বন্ধ করে দিয়েছে বরিশাল নৌ কতৃপক্ষ|পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল আছে|নদী বন্দরগুলো ২ নম্বর স্থানীয় সংকেত|গতকাল ও আজ সকাল থেকেই উপকূলের সর্বএ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে|অভ্যন্তরীন রুটের অন্যান্য লন্জগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করে নৌ পথে চলাচলের নির্দেশনা দিয়েছে কতৃপক্ষ|
এদিকে আবাহাওয়া অফিস জানিয়েছে ঘূনিঝড় নাদার প্রভাবে আজ সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে|
(Visited ১০ times, ১ visits today)