সোমবার , ২৮ আগস্ট ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এবার দেশেই তৈরি হচ্ছে স্মার্ট কার্ড।।

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২৮, ২০১৭ ২:২১ পূর্বাহ্ণ

দেশেই স্মার্ট কার্ড তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। রোববার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ফ্রান্সের অবার্থু’র বা অন্য কোনো কোম্পানি এখন আমাদের সঙ্গে নেই। কমিশনের নিজস্ব জনবল দিয়ে রোববার থেকে স্মার্ট কার্ড ছাপানোর কাজ শুরু হয়েছে।

সচিব বলেন, স্মার্ট কার্ড বিতরণের জন্য চোখের আইরিশ এবং দশ আঙুলের ছাপ নেয়ার মেশিন কেনার অনুমোদন দিয়েছে কমিশন। প্রত্যেক উপজেলার জন্য এ মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে।

স্মার্ট কার্ডের ব্ল্যাঙ্ক কার্ড কোথা থেকে আমদানি হবে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে আমাদের কাছে ৭ দশমিক ৫ মিলিয়ন কার্ড আছে। সেগুলো দিয়েই প্রিন্টের কাজ আপাতত চালিয়ে যাব।

ফ্রান্সের কোম্পানি অবার্থু’র টেকনোলোজিসের বিষয়ে তিনি বলেন, গত ৩০ জুন তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নির্বাচন কমিশন তাদের সঙ্গে চুক্তি নবায়ন করেনি।

সঠিক সময়ে কার্ড সরবরাহ করতে না পারায় তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনজীবীকে দিয়ে যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি