‘বরিশাল অনলাইন নিউজপোর্টাল ওনার্স এ্যাসোসিয়েশন’ (বিওএনডব্লিউএ) নামে সাংবাদিকদের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বরিশাল শহরের একটি রেঁস্তোরায় আয়োজিত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বরিশাল অনলাইন নিউজপোর্টাল মালিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটিতে ‘আমাদের বরিশাল ডটকম’র প্রকাশক মোয়াজ্জেম হোসেন চুন্নুকে আহবায়ক করে বিওএনডব্লিউএ’র যাত্রা শুরু করে।
এই কমিটিতে সদস্য করা হয়েছে ৮টি অনলাইন নিউজপোর্টাল প্রধানদের।
সদস্য তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন, বরিশাল ওয়ান নিউজ ডটকম’র সম্পাদক রাইসুল ইসলাম অভি, রিপোর্ট৭১ ডটকম’র সম্পাদক সাঈদ পান্থ, জাগো বরিশাল ডটকম’র সম্পাদক মো. নাসিমুল হক, বরিশাল টাইমস২৪ ডটকম’র প্রকাশক হাসিবুল ইসলাম, বরিশালবাণী ডটকম’র সম্পাদক মামুন অর রশিদ, বরিশালট্রিবিউন ডটকম’র সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, বরিশাল ক্রাইম নিউজ ডটকম’র সম্পাদক খন্দকার রাকিব এবং বরিশাল লাইভ২৪ ডটকম’র প্রতিষ্ঠাতা সাঈদ বারী।”