চোখের সমস্যা নিয়ে রাজধানীর ধানমণ্ডির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান। আজ শনিবার বিকেলে বর্ষীয়ান এই অভিনেতার ডান চোখে অস্ত্রোপচার করানো হবে।
এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
দীর্ঘদিন ধরেই এটিএম শামসুজ্জামানের ডান চোখে ছোট একটি কালো দাগ রয়েছে। বিষয়টা নিয়ে শুক্রবার তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।
এর আগেও চোখের চিকিৎসার জন্য চিকিৎসকের দারস্থ হয়েছিলেন এটিএম শামসুজ্জামান। এজন্য প্রায় এক দশক আগে ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ পাঁচ ঘণ্টা হাসপাতালে বসে থাকার পর রাগ করে চলে আসেন। এরপর আর কোনো চিকিৎসকের কাছে যাননি।
(Visited ৪ times, ১ visits today)