অনলাইন ডেস্কঃ
ভিডিও চ্যাটিং ডিভাইস উন্মোচনের লক্ষ্যে কাজ করছে ফেইসবুক। গ্রাহকের মুখ শণাক্ত করতে পারবে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এই ডিভাইস।
ধারণা করা হচ্ছে ফেইসবুকের এই ডিভাইসটি হবে অ্যামাজন-এর ইকো শো-এর মতো। এতে একটি ক্যামেরা, টাচস্ক্রিন ও স্পিকার থাকবে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
নতুন এ ডিভাইস নিয়ে আগ্রহ থাকলেও এটি নিয়ে শঙ্কাও রয়েছে কিছু গ্রাহকের মধ্যে। এটি ব্যবহার করে গ্রাহকের ওপর নজরদারি করবে ফেইসবুক এমনটা ধারণা অনেকের। আর ডিভাইসটি উন্মোচিত হলে এতে পরিকল্পিত সব ফিচার থাকবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে– খবর আইএএনএস-এর।
প্রকল্পটির ছদ্মনাম বলা হচ্ছে ‘প্রজেক্ট অ্যালোয়া’। ২০১৮ সালের মে মাসে এটি উন্মোচনের পরিকল্পনা রয়েছে ফেইসবুকের।
এর পাশাপাশি ধারণা করা হচ্ছে নতুন ব্র্যান্ড নাম নিয়ে বাজারে আসবে অ্যালোয়া।
বৃদ্ধ মানুষদের জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগে সহায়তাকারী টুল হিসেবেই বাজারে আনার পরিকল্পনা রয়েছে ডিভাইসটি।