অনলাইন ডেস্কঃ
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে চলমান আইনি বিবাদে আবেরলে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন। এবার পদ থেকে অব্যাহতি নেওয়ার মাধ্যমে তিনি ১৭ বছরের ‘সফল’ ক্যারিয়ারের ইতি টানলেন বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানের নির্বাহী কমিটি’র একজন সদস্য হিসেবে প্রতিষ্ঠানের পুরো বৈশ্বিক কৌশল চালাতে সহায়তার পর আবেরলে এই পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত অনুযায়ী পদ থেকে তার সরার পুরো প্রক্রিয়া শেষ হতে চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।
কোয়ালকম-এর প্রধান নির্বাহী স্টিভ মোলেনকফ বলেন, “নির্বাহী দলের পক্ষ থেকে আমি ডেরেক প্রতিষ্ঠানে যে লক্ষ্য, সৃজনশীলতা, আত্মোৎসর্গ আর বিচারের দক্ষতা এনেছেন তার জন্য ধন্যবাদ জানাতে চাই আর তার ভবিষ্যতের জন্য রইল শুভ কামনা।”
শেষ ৩০ বছরে কোয়ালকম কিছু মূল প্রযুক্তি উদ্ভাবন করেছে যা মোবাইল জগতে বিপ্লব এনেছে ও সব আধুনিক স্মার্টফোনগুলো বানানো সম্ভব করেছে, বলা হয় প্রতিবেদনটিতে।
আবেরলে বলেন, “আমি উদ্ভাবনের এই ধারার অংশ হতে পারে খুবই গর্বিত।”
কোয়ালকম-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স রজার্স এখন থেকে সরাসরি প্রধান নির্বাহীর কাছে সব কিছু দাখিল করবেন।